২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের শেষ ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ইকুয়েডরের কাছে ০-১ গোলে হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ইকুয়েডরের ঘরের মাঠে খেলতে যায় আর্জেন্টিনা। মনুমেন্তালে বল পায়ে এগিয়ে থাকলেও লিওনেল স্কালোনির শিষ্যদের খেলায় ছিল না তেমন ধাঁর! পুরো ম্যাচে গোলমুখে একটি শটও নিতে পারেননি লাউতারো, নিকো, মাস্তানতুনোরা।আর্জেন্টিনা আরও বিপদে পড়ে ৩১ মিনিটেই নিকোলাস ওতামেন্ডি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে আলবিসেলেস্তেরা। স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে নেন এনার ভ্যালেন্সিয়া।দ্বিতীয়ার্ধে ইকুয়েডরও ১০ জনের দলে পরিণত হয়। ৫০ মিনিটে মইসেস কাইসেডো লাল কার্ড দেখেন। যদিও ম্যাচে আর আর্জেন্টিনার ফেরা হয়নি।এরইমধ্যে দিয়ে শেষ হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডরের বিশ্বকাপ বাছাইপর্ব। দুই দলই জায়গা করে নিয়েছে ২০২৬ ফুটবল...