বিএসটিআই- এর অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো নিউ পপুলার আইসক্রিম ফ্যাক্টরি এবং আধুনিক ব্রেড অ্যান্ড বেকারি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌধুরী মসজিদ রোড ও কলেজ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। সময় উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানকালে, বিএসটিআই-এর সিএম (কম্পালসরি মার্কিং) সনদ না থাকায় নিউ পপুলার আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০...