নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় নিহত ২১ শিক্ষার্থীর স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের নেপালি শিক্ষার্থী আরএন ইয়াদব বলেন, নেপালে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও সরকারের ব্যর্থতা জনগণকে হতাশ করেছে। স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে যুবসমাজ ক্ষোভে ফেটে পড়েছে, যাদের অনেকেই বিদেশমুখী হয়ে পড়ছে। তিনি আরও বলেন, সম্প্রতি সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব) কঠোর সেন্সরশিপ আরোপের চেষ্টা করেছিল। এমনকি পোস্ট মুছে ফেলা ও ব্যবহারকারীদের গ্রেফতারের ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিবাদে তরুণরা ব্যাপকভাবে আন্দোলনে নামে। বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত নেপালি শিক্ষার্থী...