রানী দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় মুত্যুবার্ষিকী পালিত হয়েছে ৮ সেপ্টেম্বর। ব্রিটেনসহ পুরো বিশ্ববাসী এ দিনে স্মরণ করেছে ব্রিটেনের সবচেয়ে লম্বাসময় ধরে শাসন কার্য পরিচালনাকারী এ সম্রাজ্ঞীকে। তাকে স্মরণ করতে সুদূর আমেরিকা হতে ছুটে এসেছে প্রিন্স হ্যারীও। ঘনিষ্ঠভাবে রানীর সান্নিধ্যে আসা কেউ কেউ করেছেন স্মৃতি রোমন্থন। এসব নিয়েই আজকের আলোচনা। ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্ম নেওয়া ছোট্ট এলিজাবেথকে সবাই চিনতেন শান্ত স্বভাবের এক কিশোরী হিসেবে। কেউ ভাবেনি তিনি একদিন হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসনকর্ত্রী। ভাগ্যের মোড় ঘুরল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিশোরী বয়সেই তিনি সেনাদের সহায়তায় গাড়ি চালানো ও যন্ত্রপাতি মেরামতের প্রশিক্ষণ নিয়েছিলেন—যা প্রমাণ করেছিল তার ভেতরে দায়িত্ববোধ কতটা গভীর। ১৯৫২ সালে, মাত্র ২৫ বছর বয়সে, হঠাৎ করেই বাবার মৃত্যুতে তিনি সিংহাসনে বসেন। সেই থেকে শুরু হলো এক মহাকাব্যিক যাত্রা। সাত দশকেরও...