গুনাহ থেকে মুক্ত হয়ে পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ জীবনযাপন করা প্রতিটি মুসলমানেরই কাম্য। কারণ গুনাহ কেবল পরকালীন শাস্তির কারণ নয়, বরং দুনিয়ার জীবনেও এর অশান্তি ও যন্ত্রণা মানুষকে আচ্ছন্ন করে রাখে। মানুষের অন্তরে যে প্রশান্তি, পরিতৃপ্তি ও নিরাপদ অনুভূতি থাকার কথা, গুনাহ তা কেড়ে নেয়। এক সময় গুনাহের পথে অব্যাহত থাকতে থাকতে মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে যায়, যেখানে তার বিবেক নিস্তেজ হয়ে পড়ে এবং নেক কাজের প্রতি আগ্রহ কমতে শুরু করে। তখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাক্সক্ষা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। আর দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ-আনন্দই হয়ে ওঠে তার মূল লক্ষ্য। গুনাহমুক্ত জীবন মানে শুধু পাপ থেকে দূরে থাকা নয়, বরং আল্লাহর আনুগত্যের পথে দৃঢ়ভাবে অটল থাকা। মহানবী (সা.) আমাদের দেখিয়েছেন, একজন মানুষ গুনাহে লিপ্ত হলেও মহান আল্লাহর কাছে ফিরে আসার...