কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সংগঠনটি। অন্য একজন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় মোট ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তারা হামাসের নাম উল্লেখ করেনি। হামাস এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালায়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে গোষ্ঠীটির নেতারা বৈঠক করছিলেন। সেই ভবনকেই লক্ষ্যবস্তু করা হয়। আরো পড়ুন :হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালালো ইসরায়েল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহার উত্তর কাতারা এলাকায় বিমান হামলার সময় অন্তত ৮টি বিস্ফোরণের শব্দ...