নানা শঙ্কা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষদিকে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হলেও গতকাল মঙ্গলবার সারাদিনই ক্যাম্পাস ছিল উৎসবমুখর। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থীর ভিড়। আগামী বছর আবার ডাকসু নির্বাচন হবে কিনা– এই চিন্তা থেকে ইতিহাসের সাক্ষী হতে নির্বাচনে ভোট দিতে এসেছেন তারা।সকাল ৮টায় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা, ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিকদেরও উল্লেখ্যযোগ্য উপস্থিতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। বিকেলের দিকে ভোটারসংখ্যা কমে এলেও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দেন।ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা শিক্ষার্থীদের...