পরিচিত কেউ নিজেকে শেষ করার পথ বেছে নিলে আমরা অনেককেই বলতে শুনি যে ‘ও হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলো কেন!’ অথবা ‘একবার যদি বলতো সে এতো কষ্টে আছে’, ‘কেন হঠাৎ সব শেষ করে দিল।’ কিন্তু একজন মানুষ যখন মানসিক চাপ বা হতাশা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন, তখন অধিকাংশ ক্ষেত্রেই আগে থেকে কিছু লক্ষণ দেখা যায়। কষ্টে থাকা মানুষটি হয়তো সমস্যার কথা সরাসরি বলতে পারেন না। কিন্তু আশেপাশের মানুষ যদি একটু খেয়াল করেন, তাহলে এমন অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ২০১৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০,০০০-এর বেশি মানুষ আত্মহত্যা করেন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা ১০ থেকে ১৪ হাজার পর্যন্ত। অন্যদিকে আঁচল ফাইন্ডেশনের...