ডাকসু নির্বাচন কেন্দ্র করে গতকাল মধ্যরাতে শাহবাগে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। রাত ১২টার পর শাহবাগে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে একে অন্যের বিরুদ্ধে সেøাগান দেন। বিএনপি নেতাকর্মীরা ‘এই মুহূর্তে খবর এলো, জাতীয়তাবাদ পরিষদ বিজয় হলো’, ‘তারেক জিয়ার কোন সে দল, জাতীয়তাবাদী ছাত্রদল’সহ নানা স্লোগান দেন। অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীদেরও পাল্টাপাল্টি নানা সেøাগান দিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে পুরো শাহবাগ এলাকা জুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ রানা বলেন, সব বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে, তার জন্য যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মোড়ে মোড়ে নেতাকর্মীদের অবস্থান : গতকাল রাত ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রায়...