বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার সঙ্গে সেদিন দুবার জালের দেখা পান বিশ্বজয়ী, পেয়েছিলেন বড় জয়ও। তাকে ছাড়া লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে নেমে হেরে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ইকুয়েডরের মাঠ থেকে হার নিয়ে ফিরছে লিওনেল স্কালোনির দল। বানকো পিচিঞ্চা মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবার ভোরে ইকুয়েডরের সঙ্গে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে লিকোলাস ওটামেন্ডি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরাও ১০ জনের দলে পরিণত হয়। তবে ঘুরে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গোলের জন্য নেয়া শটে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ছিল। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ৮টি শট নিলেও আলবিসেলেস্তেরা লক্ষ্যে রাখতে পারেনি একটিও। বিপরীতে ইকুয়েডরের ১১ শটের...