মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ৭০৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট। এদিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই শত শত কর্মী নিয়ে শাহবাগে জমায়েত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঢুকতে না পেরে সন্ধ্যা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের কর্মীদের স্লোগান ও জমায়েত ছিল শাহবাগে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিবিরের জমায়েত বড় আকার ধারণ করছে।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়াও অসংখ্য দাঙ্গা পুলিশ সদস্যকে ঢাবির ভিসির বাসার বাইরে...