নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম এবং বামপন্থি প্যানেলের মেঘমল্লার বসুকে তারা যথাক্রমে বিশাল ব্যবধানে হারিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফলে ফরহাদ পেয়েছেন সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট—যা ফরহাদের থেকে প্রায় দ্বিগুণ কম। বামপন্থি প্রার্থী মেঘমল্লার পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। ফরহাদ জগন্নাথ হল ব্যতীত অন্যান্য সকল হলে ব্যাপক ভোট লাভ করেন। সেখানে মাত্র ৫ ভোট পেয়ে পিছিয়ে ছিলেন, যেখানে মেঘমল্লার...