ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে জয় নিশ্চিত করেছেন বলে দাবি করছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এসএম ফরহাদ ঘোষিত ফলাফলে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টা থেকে কার্জন হলে ফল ঘোষণা শুরু হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৫৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের...