ফুটবল দুনিয়া আবারও সরগরম অদ্ভুত এক গুঞ্জনে! ক্লাব ক্যারিয়ারের সোনালি সময় কাটানো বার্সেলোনা ঘিরেই আবার নতুন আলোচনায় ফুটবল মহাতারকা লিওনেল মেসির নাম। তবে ফুটবলার হিসেবে নয়, শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি নেমে পড়তে পারেন বা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন। এ নিয়ে কাতালুনিয়ায় শুরু হয়েছে তুমুল গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআরের দাবি, লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সভাপতি থাকার রেকর্ড লাপোর্তার। চলতি মেয়াদ শেষে তিনি চতুর্থ দফায়ও প্রার্থী হতে যাচ্ছেন। তবে পরিস্থিতি একেবারেই নিশ্চিন্ত নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করেন লাপোর্তা। বাধ্য হয়ে মেসি পিএসজিতে যোগ দেন। মেসি ও তার পরিবার তখন বিষয়টিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন।...