১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৬ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট, তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আল জাজিরা ও অন্যান্য সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা। হামাস নেতারা তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছিলেন বলে দাবি করা হচ্ছে। ঠিক সেই বৈঠকের ভবনকেই লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর এক বিবৃতিতে হামাস জানায়, নিহতদের মধ্যে পাঁচজন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট।...