১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম ওপেনার সেদিকুল্লাহ আতাল ও আজমতুল্লাহ ওমরজাইর ব্যাটিং নৈপুণ্যে হংকংকে রেকর্ড ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর শুরু করেছে আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানরা। রান বিবেচনায় হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় জয় আফগানিস্তানের। আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ ও ইব্রাহিম জাদরান ১ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৪১ বলে ৫১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার আতাল ও মোহাম্মদ নবি। জুটিতে ৩ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে আউট হন নবি। পাঁচ নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি গুলবাদিন নাইব। দলীয় ৯৫ রানে চতুর্থ...