১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম উচ্চতার বিপক্ষে লড়াই করে পেরে উঠল না ব্রাজিল। কার্লো আনচেলত্তিকে প্রথম হারের স্বাদ দিয়ে বিশ্বকাপের মূল পর্বের আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া। বলিভিয়ার এল আলতোয় বাংলাদেশ সময় বুধবার সকালে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। একই সময়ে হওয়া অন্য ম্যাচে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে হেরে আরও একবার বাছাইয়েই শেষ হয়ে গেছে ভেনেজুয়েলার বিশ্বকাপ। ৪২ শতাংশের কিছু বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩ শট নেয় বলিভিয়া, এর ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন্য ১০ শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে। ব্রাজিলের খেলায় না ছিল চেনা ধার, না ছিল গতি। এল...