১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনের মতোই নতুন করে লাশের সংখ্যা বাড়ছে, আর মানবিক সংকট পৌঁছেছে চরমে। সর্বশেষ ইসরায়েলি আক্রমণে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণের আশায় জড়ো হওয়া সাধারণ মানুষও রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন অব্যাহত বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এ হামলায় গাজায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন বিশ্বের দৃষ্টি ছিল কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি টার্গেটেড হামলার দিকে। ইসরায়েলের দাবি, তারা গাজাবাসীকে দক্ষিণে চলে যেতে বলেছিল। কিন্তু বাস্তবে দক্ষিণ গাজায়ও হামলা জোরদার করেছে, ফলে আশ্রয়ের বদলে মৃত্যু ও ধ্বংসই ঘিরে ধরেছে ফিলিস্তিনিদের। সংবাদমাধ্যমের...