জেরুজালেমের একটি বাস স্টেশনে বন্দুকধারী দুই ফিলিস্তিনির হামলায় ছয় ইসরায়েলি নিহত এবং গাজা শহরে ইসরায়েল সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলায় চারজন সৈন্য নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীকে একটি সম্ভাব্য হামলা প্রস্তুতি নিতে বলেন। খবর বিবিসিএর জের ধরে গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইসরায়েলের ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওই আবাসিক ভবনে ১০ গোলা নিক্ষেপ করা হয়।এ হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হামাস সদস্যদের লক্ষ্যবস্তুতে ছিলেন প্রধান আলোচক এবং গাজা থেকে নির্বাসিত নেতা খলিল আল-হাইয়া এবং পশ্চিম তীর থেকে নির্বাসিত নেতা জাহের জাবারিন।কাতার জানিয়েছে,...