আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। গত রবিবার ছাত্রদল ও ছাত্রশিবির তাদের সমর্থিত প্যানেল প্রকাশ করেছে। পরদিন ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের সমর্থিত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামের প্যানেল ও বামপন্থি রাজনৈতিক সংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ নামে প্যানেল করেছে। গতকাল মঙ্গলবার ছাত্র ইউনিয়নের একাংশ একটি প্যানেল দিয়েছে। যার নাম দিয়েছে অপরাজেয় ৭১-অপ্রতিরোধ্য ২৪। তবে, সবাই প্যানেল দিলেও প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্যাতিত এবং ক্লিন ইমেজের নেতৃত্ব সামনে রেখে তারা প্যানেল গঠন করেছে। যেখানে দলের কর্মীদের বাইরেও জাতীয় দলের ফুটবলার, ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা জায়গা পেয়েছেন। প্যানেল বিশ্লেষণ করে দেখা যায়, ২৩ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে নারী প্রার্থী ৪ জন। প্যানেলের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক...