ভাঙনের কবলে পড়া মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গম চর বাঘুটিয়া মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গম চর বাঘুটিয়ায় পা রাখলেই চোখে পড়ে ভাঙনের দগদগে ক্ষতচিহ্ন। কোথাও ফাঁকা ভিটে, কোথাও নদীগর্ভে হঠাৎ ধসে পড়া বাড়ির ভাঙাচোরা অবশিষ্ট। এক সময় প্রাণচঞ্চল এই চরের মানুষ এখন থাকেন আতঙ্কে। নদীতে কখন তাদের আবাসস্থল বিলীন হবে সেই চিন্তা তাদের। গত দুই মাসেই ভাঙনে নিঃস্ব হয়েছে দুই শতাধিক পরিবার। দশ বছর আগেও যেখানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস ছিল, এখন সেখানে ১৪ হাজার মানুষের বসবাস। তাদের অনেকেরই ক্ষেত-খামার নেই, আবার কারও নেই মাথা গোঁজার স্থান।আরো পড়ুন:দুই মাসে পদ্মার পেটে ২০০ হেক্টর জমিপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, “বাঘুটিয়া চরের মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেউ হারিয়েছেন জমি, কেউ...