গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তান গিয়ে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন ১৮০ জন বাংলাদেশি। অবশেষে তারা দেশে ফিরেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সমন্বয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা এই বাংলাদেশিদের বিমানবন্দরে আর্থিক সহায়তা ও জরুরি সেবা প্রদান করে।ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান সাংবাদিকদের জানান, উচ্চ বেতনের কাজের প্রলোভনে এসব মানুষকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে অনেকেই কাজ ও বেতন থেকে বঞ্চিত হন এবং নথিপত্রহীন অবস্থায় পড়েন। কেউ কেউ ভয়াবহ নির্যাতনের শিকার হন, এমনকি অনেক পরিবারের কাছ...