ইতিহাস কখনও শুধু অতীতের কথা বলে না, বরং ভবিষ্যতের দিকনির্দেশও দেয়। পৃথিবীর নানা প্রান্তে ১০ সেপ্টেম্বর তারিখে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম নিয়েছেন বিশিষ্টজন, কেউ আবার এই দিনে বিদায়ও নিয়েছেন পৃথিবী থেকে।চলুন, চোখ বুলিয়ে নিই সেই ইতিহাসের পাতায়। ১৭৯৪ - কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়। ১৮২৩ - দক্ষিণ আমেরিকার মুক্তি আন্দোলনের অগ্রনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন। ১৮৯৮ - অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথ আততায়ীর হাতে নিহত হন। ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তির সঙ্গে অস্ট্রিয়ার সাঁ-জের্মাঁ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৬৭ - গণভোটে জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরোধিতা করে যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে ভোট দেয়। ১৯৭৪ - আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - যুগোস্লাভিয়া...