বিশ্বকাপ বাছাইয়ের শেষটায় বিব্রতকর অভিজ্ঞতা সঙ্গী হয়েছে আর্জেন্টিনার। ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারের সঙ্গে লাল কার্ড দেখেছেন নিকোলাস ওতামেন্ডি! মেসির অনুপস্থিতিতে বিকল্প লাইনআপ নিয়ে মাঠে নেমেছিলেন স্ক্যালোনি। কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ছিল ছন্দহীন। তার ওপর মাঠে উত্তেজনা ছড়িয়ে খেলেছে দুই দল। লাল কার্ড দেখতে হয়েছে দুই দলকেই! প্রথমার্ধে বেশির ভাগ সুযোগ পেয়েছে ইকুয়েডরই। শুরুর দিকে এমি মার্টিনেজ দেয়াল হয়ে দাঁড়ানোয় গোল হজম করতে হয়নি। লিওনার্দো বালের্দিও ব্লকের শিকার হন পেনাল্টি এরিয়ায়। এই অর্ধে এমি মার্টিনেজ আরও একটি সেভ করে দলকে রক্ষা করেন। বিপরীতে চাপ অব্যাহত রাখে ইকুয়েডর। সেই চাপের মুহূর্তেই ভুল করে বসেন ওতামেন্ডি। পেছন থেকে একজনকে ধাক্কা মেরে ৩১ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। কার্ডের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না। ওতামেন্ডির লাল কার্ডের পর দলের অধিনায়কের দায়িত্ব...