জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। গতকাল মঙ্গলবার রাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ভোটের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে থাকবে এক হাজারের বেশি পুলিশ সদস্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩৩ বছর পরে হচ্ছে জাকসু নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে লড়ছেন মোট ১৭৮ জন। এরমধ্যে ভিপি পদে নয়জন এবং জিএস পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচন আয়োজনে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে...