ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অপরদিকে, এস এম ফরহাদ ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে গড়ে প্রায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোট পড়েছে বিজয় একাত্তর হলে ৮৩ শতাংশ, জগন্নাথ হলে ৮৩ শতাংশ, মুহসীন হলে ৮৩ দশমিক ৫ শতাংশ, কার্জন হলে ৮০...