কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় বিশ্বব্যাপী তীব্র নিন্দা জানানো হয়েছে। হামাস জানিয়েছে, এ হামলায় সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে হামাস নেতা খলিল আল-হায়্যার ছেলে রয়েছেন। কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও এ হামলায় প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার। কাতার এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের পূর্ব সতর্কতা পায়নি তারা। এদিকে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আরও অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নয়জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩১৯ জন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা...