১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে চুন্টা, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে যাওয়ার একমাত্র সড়কটির বেহাল দশা আজ দৃষ্টিকটু বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অবহেলা, অনীহা ও কর্তৃপক্ষের সময়মতো পদক্ষেপ গ্রহণ না করার কারণে আজ প্রায় পুরোপুরিই খানা-খন্দে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হতে পারে দরিদ্র মানুষের কষ্টে কেনা যানবাহন। প্রতিদিন হাজারো সিএনজি, রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে। প্রতিটি যানবাহন যেন কচ্ছপের মতো ধীরে ধীরে চলতে বাধ্য হয়। সামান্য বৃষ্টিতেই সড়কটি আরও ভয়ংকর রূপ ধারণ করে, যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। সরাইল থেকে রসুলপুর পর্যন্ত ৫ কিলোমিটার, রসুলপুর থেকে ভুইশ্বর পর্যন্ত ৫ কিলোমিটার এবং ভুইশ্বর...