ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ‘বেয়াদবি ছুটায় দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশ শুরার সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ। গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ আর ‘দিল্লির দালাল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ঢাবি ছাত্রদলের সভাপতি এত বড় স্পর্ধা হয় কি করে ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেবো। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে...