প্রথমার্ধের শেষ দিকে মেদিনা চোট পেয়ে মাঠ ছাড়লেও, ক্ষতিপূরণ মেলে বিরতিতে যাওয়ার আগে। ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে মিগুয়েল তেরসেরোস গোল করে উল্লাসে ভাসান পুরো এল আল্টো।দ্বিতীয়ার্ধেও একই চিত্র—বলিভিয়ার আগ্রাসী ফুটবল আর ব্রাজিলের প্রাণহীন প্রতিরোধ। আনচেলত্তি একসাথে চার বদলি করলেও বদলায়নি দৃশ্যপট। গোলের সুযোগ না তৈরি করে হোঁচট খেতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত তেরসেরোসের সেই এক গোলেই জয় তুলে নেয় বলিভিয়া, আর সমর্থকরা আবার বিশ্বাস করতে শুরু করেছে—তিন দশকের অপেক্ষার প্রহর এবার ফুরোতে চলেছে।ৃ দ্বিতীয়ার্ধেও একই চিত্র—বলিভিয়ার আগ্রাসী ফুটবল আর ব্রাজিলের প্রাণহীন প্রতিরোধ। আনচেলত্তি একসাথে...