২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে পরিবর্তিত একাদশ নিয়ে নামা আর্জেন্টিনা সুবিধা করতে পারেনি, শেষ ম্যাচে হেরে গেছে ইকুয়েডরের বিপক্ষে। এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে পরাজিত হয় লা আলবিসেলেস্তেরা। ম্যাচে লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ওটামেন্ডি ও ইকুয়েডরের কাইসেদো।ম্যাচটিতে প্রথমার্ধের যোগ করা সময় হয়ে দাড়ায় নির্ণায়ক মুহূর্ত। বক্সে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস টালিয়াফিকোর ফাউলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভ্যালেন্সিয়া ঠাণ্ডা মাথায় গোলটি করে রঙিন করে নেন নিজের বিদায়ী প্রতিযোগিতামূলক হোম ম্যাচ।তবে তার আগেই ৩১তম মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। গোলমুখী ভ্যালেন্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এরপর অভিজ্ঞ সেনানী এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের দৃঢ়তায় আর্জেন্টিনা ম্যাচে টিকে থাকলেও বিরতিতে যাওয়ার আগেই...