ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছে। তবে যারা আলোচনার টেবিলে ছিলেন তারা ইসরায়েলি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন। খবর বিবিসিহামাস জানিয়েছে, দোহায় একটি আবাসিক ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় হঠাৎ ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলাকে পুরোপুরি বৈধতা দিয়েছেন। তার ভাষ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যারা হামলা চালিয়েছে তারাই ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার। একে তারা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হামাস সদস্যদের বিষয়ে কোনো তথ্য দেননি।জেন-জিদের ক্ষোভে পুড়ছে বিশ্ব, একের পর এক সরকার পতনহোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে...