ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত পাওয়া খবরে ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়ের পথে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট পেয়েছেন ১২ হাজার ৬৭৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ২২১ টি ভোট। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর থেকে ফল ঘোষণা শুরু হয়। জানানো হয়, কার্জন হলে সাদিক কায়েম ভোট পেয়েছেন ৬৪৪ আর আবিদুল ইসলাম ১৪১ ভোট। সুফিয়া কামাল হলে সাদিক ১২৭০, আবিদ পেয়েছেন ৪২৩ ভোট। এছাড়া ফজলুল হক হলের সাদিক পেয়েছেন ৮৪১ ভোট আর আবিদ পেয়েছেন ১৮১টি ভোট। সাদিক ৯৬৬ ভোট পেয়েছেন শহীদুল্লাহ...