লিওনেল মেসি বিশ্রামে। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে ইকুয়েডর গেছে আর্জেন্টিনা। মেসিহীন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের শেষটা ভালো হয়নি। ম্যাচের ৩১ মিনিট যেতেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নিকোলাস ওতামেন্দি। ১০ জন হয়ে পড়া লিওনেল স্কালোনির দল ইকুয়েডরের সঙ্গে আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত হতশ্রী ফুটবল উপহার দিয়ে আর্জেন্টিনা ম্যাচটা হেরেছে ১-০ ব্যবধানে। ইকুয়েডরের স্তাদিও মনুমেন্তাল বাংকো পিচিঞ্চাতে প্রথমার্ধে আর্জেন্টিনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এরমধ্যে ৩১ মিনিটে বক্সের বাইরে ইকুয়েডর স্ট্রাইকার ইনার ভালেন্সিয়াকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন ওতামেন্দি। ১০ জনে পরিণত হয় আর্জেন্টিনা। এ ধাক্কা সামলে ওঠার আগেই প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও বড় ধাক্কা খায় আলবিসেলেস্তারা। বক্সের ভেতর প্রেসিয়াদোকে ফাউল করেন তাগলিয়াফিকো। ভিএআর যাচাইয়ে ইকুয়েডরের পক্ষে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে জালে বল জড়িয়ে...