ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিশ্চিত জয়ের পথে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাদিক-ফরহাদ-মহিউদ্দিনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের ১৬টি হলের ফলাফল জানা গেছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ৫২২১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ছাত্রদল সমর্থিত পরিষদ আবিদুল ইসলাম পেয়েছেন ৩৬৫৩ ভোট। এ ছাড়া উমামা ২৩৫৫ এবং শামীম হোসেন ২৪০৯ ভোট পেয়েছেন। এই পাঁচ ভোটকেন্দ্র হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। অন্য তিনটি ভোটকেন্দ্র হলো সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র। রাত পৌনে ২টা থেকে কেন্দ্রগুলো থেকে হল সংসদের ফলাফল ও কেন্দ্রীয় ডাকসুর পৃথক ফল ঘোষণা শুরু হয়। ঘোষণা...