দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়, তারপরও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সবাই বলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের তো কিছুই পরিবর্তন হলো না। আসলে পরিবর্তনগুলো অনেকে দেখছেন না। এগুলো হলো মৌলিক পরিবর্তন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত ‘সরকারী কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেমিনারে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ১৮ মাস সময় একটা মৌলিক পরিবর্তনের জন্য যথেষ্ট সময় নয়। এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট সময় না। সাংবিধানিক পরিবর্তনের...