ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এ খবর লেখা পর্যন্ত ডাকসু নির্বাচনের অধিকাংশ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জগন্নাথ হল ছাড়া সবগুলোতেই ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তবে ডাকসু নির্বাচনের এই ফলাফল ঘোষণা নিয়ে কৌতূহল উদ্দীপক মন্তব্য করেছেন বামপন্থি-সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু।আরো পড়ুন:আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমাঅভিযোগ করলে অনেক করা যায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই: আবিদ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা অভিযোগ করলে অনেক করা যায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই: আবিদ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া...