নানা অভিযোগ পাল্টা অভিযোগ ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ফলাফল প্রকাশ করতে করতে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত সময় লাগে। এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বেশিরভাগ শিক্ষার্থী। ভিপি, জিএস এবং এজিএস—এই তিনটি বড় পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবির সমর্থিত এই প্যানেলের প্রার্থীরা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১৬টি হলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ১২ হাজার ৬৭৪ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট। দ্বিগুণের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অমর একুশে হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে আবিদুল ইসলাম ১৪১, সাদিক...