ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ের পথে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ১৬টি হলের সাতটি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম ও তানভীর বারী হামিমের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ। এ পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ডাকসুর সহসভাপতি পদে সাদিক কায়েম ১২ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট। এ ছাড়া জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ পেয়েছেন ৯৭৪১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামীম পেয়েছেন ৪৮৭৫ ভোট। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে...