ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত জুলাই যুদ্ধা সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ৬৫৮ভোট। এছাড়া উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট ও আবদুল কাদের পেয়েছেন ৬৬৮ভোট। জিএস পদে ১০টি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম পেয়েছেন ৫হাজার ২৮৩ ভোট। মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। ওই পদে আরেকপ্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট। এজিএস পদে ১০টি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন...