সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া আরও লক্ষাধিক ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের সালুটিকর এলাকায় অভিযান চালিয়ে এ পাথর জব্দ করা হয়। সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯ এ অভিযান চালায়। র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ধোপাগুল ও সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রাথমিকভাবে পরিমাপে এখানে ৬৪ হাজার ঘনফুট পাথর পাওয়া গেছে। তবে আরও পাথর রয়েছে, ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত জব্দকৃত পাথরের পরিমাণ লক্ষাধিক ঘনফুট হবে। র্যাব আরও জানায়, ক্রাশার মেশিনে পাথরগুলো ভেঙে পাচারের উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে। এই পাথর লুটের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে।...