ধর্ষণ হয়েছে কি না এ বিষয়ে প্রশ্নের জবাবে এসপি নাজির আহমেদ খান বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মায়ের হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল দুপুর ১২টা থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তাদের ভাষ্য, প্রশাসনকে ১২ ঘণ্টা সময় দেওয়ার পরও তারা ঘটনার বিস্তারিত জানাতে গড়িমসি করছে। এজন্য তারা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরে দুপুর ১২টা ২০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আবদুল্লাহ। এ সময়...