রংপুরে তাজহাট মেট্রোপলিটন থানার দর্শনা এলাকায় ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে যৌথবাহিনী। গত সোমবার মধ্যরাতে নগরীর দর্শনা শুঁটকির আড়তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুঁটকির আড়তসংলগ্ন সীমানা প্রাচীরঘেরা একটি বাগানের ভেতরে পুলিশ ও সেনাবাহিনী পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করে। এ সময় সেটির মুখ খুলে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে এবং পরে তা তাজহাট থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। এই অভিযানে তাজহাট থানা-পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লাসহ সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল অংশ নেয়। এ বিষয়ে মেট্রোপলিটন...