ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে আবারও ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এবার এক নারী রোগীর পাইলস অপারেশনের বদলে গলব্লাডার অপারেশন করা হয়েছে বলে অভিযোগ করেছে রোগীর পরিবার এই ঘটনার পর স্বাস্থ্য প্রশাসন তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে। রোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে এক নারী রোগী পাইলসের চিকিৎসার জন্য সৌদি বাংলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডা. আসাদুজ্জামান তাকে অপারেশনের পরামর্শ দেন। সোমবার রাতে অপারেশনের কথা ছিল। অপারেশনের সময় চিকিৎসক ও তার দল পাইলসের পরিবর্তে রোগীর গলব্লাডার অপারেশন করে ফেলেন। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়। তারা চিকিৎসকের কাছে জানতে চাইলে, ভুল চিকিৎসার বিষয়টি সামনে আসে। এরপর চিকিৎসক ডা. আসাদুজ্জামান এবং হাসপাতালের সব স্টাফ হাসপাতাল পালিয়ে যান।...