পুলিশ পরিচয়ে বিভিন্ন অফিসে হানা দিত একটি চক্র। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। এই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশের চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান। কেউ যাতে সন্দেহ না করতে পারে সেজন্য সবসময় নিজের কাছে হাতকড়া, আইডি কার্ড ও একটি ওয়াকিটকি রাখতেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক এসআই সাজ্জাদুর রহমান ও তার সহযোগী জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে পুলিশের একটি আইডি কার্ড, একটি হ্যান্ডকাফ এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) কেএন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ধানক্ষেত মোড় এলাকার রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে...