জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ৩৩ বছর পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘ছাত্র সংসদ’টির ১০ সংসদের ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে আবাসিক হলগুলোতে। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে এবং হল সংসদে ১৫টি পদে ৬৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মোট ভোটার ১১ হাজার ৮৫৭ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জাকসু নির্বাচন নয়বার অনুষ্ঠিত হয়েছে। প্রথম জাকসু নির্বাচন হয় ১৯৭২ সালে। এরপর ১৯৭৩, ১৯৭৪, ১৯৮০, ১৯৮১, ১৯৮৯, ১৯৯০, ১৯৯১ এবং সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন হয়। প্রথম নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন গোলাম মোর্শেদ ও বোরহানউদ্দিন রোকন। প্রথমবার হল সংসদ নির্বাচন হয় ১৯৭৯ সালের এপ্রিল মাসে। সেবার...