অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পর চারবার গুলি করে শ্রমিক হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। গতকাল মঙ্গলবার বিকেলে নীলফামারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। নীলফামারীর উত্তরা ইপিজেডে গুলিতে নিহত শ্রমিক হাবিব ইসলামের (২০) পরিবারে খোঁজখবর নিতে এসে তিনি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উত্তরা ইপিজেডে নিহত শ্রমিক হাবিবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। এদিন সকাল থেকে এলাকা ঘুরে আহত শ্রমিকদের খোঁজখবর নেন তিনিসহ শ্রমিক নেতারা। মোশরেফা মিশু বলেন, ‘আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে। আপনাদের উত্তরা ইপিজেডে গত ২ সেপ্টেম্বর শ্রমিকদের ওপর গুলি চালানো হয় এবং একজন শ্রমিক নিহত হয়। এই সরকার ক্ষমতায় এসেছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, মানুষের ব্যাপক স্বপ্ন ও একটি...