২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শেষ ম্যাচে বুধবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। ইতোমধ্যেই বিশ্বকাপে স্থান নিশ্চিত করা সেলেসাওরা এই ম্যাচে এনেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। কোচ কার্লো আনচেলত্তি মূল লক্ষ্য হিসেবে রেখেছেন খেলোয়াড়দের সতেজ রাখা এবং উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করা।ম্যাচটি ব্রাজিলের জন্য পরীক্ষার হলেও বলিভিয়ার জন্য বাঁচা-মরার। এই ম্যাচে জিতলে এবং ভেনেজুয়েলা তাদের পরবর্তী ম্যাচে হারলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বলিভিয়া। ড্র করলেও স্বপ্ন ভাঙবে তাদের।বলিভিয়ার বিপক্ষে ইতিবাচক ফল পেতে হলে খেলার ধরনে যে পরিবর্তন আনতে হবে, সে কথা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘চিলির বিপক্ষে যেমন খেলেছি, তার থেকে আলাদা ফুটবল খেলতে হবে। ম্যাচটা খুব চাপের ছিল। কিন্তু উচ্চতায় সেটা করা যাবে না। রক্ষণ ও আক্রমণে আলাদা...