ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিট থেকে ফল ঘোষণার কাজ শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একে একে ১২টি হলের ফলাফল প্রকাশ পেয়েছে, যেখানে ভিপি (সহ-সভাপতি) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম।ভিপি পদে ১২ হলের ভোটের মধ্যে সাদিক কায়েম পেয়েছেন ৯ হাজার ৭৪২ ভোট আর ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট।এখন পর্যন্ত ফলাফল পাওয়া ১২টি হল হলো, সুফিয়া কামাল, ফজলুল হক হল, শহিদুল্লাহ হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এফ রহমান হল, বিজয় একাত্তর হল ও বিজয় একাত্তর হল।অমর একুশে হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ১৪১...