১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ এএম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ শেষে নতুন নিয়োগ না দেওয়ায় আসন ফাঁকা রেখেই চলছে অ্যাকাডেমিক কার্যক্রম। ফলে ভোগান্তি ও বিশৃঙ্খলায় পড়েছেন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। জানা যায়, বিভাগের শিক্ষক প্রফেসর উজ্জ্বল কুমার আচার্য সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় সপ্তাহখানেক পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো শিক্ষককে নিয়োগ দেয়া হয় নি। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের বিভাগে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান না থাকায় বিভিন্ন রকমের সমস্যা পোহাতে হচ্ছে। আমাদের ল্যাবের শিডিউল, আমাদের ক্লাস শিডিউল বা খেলাধুলার বিষয়ে ছাত্র উপদেষ্টার সাথে আলোচনা হলেও চেয়ারম্যান না থাকায় তা চূড়ান্ত করা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দ্রুত নিয়মানুযায়ী...